My Work


আমার জন্ম ১৯৬৩ সনের ২৫ আগস্ট বগুড়াতে। বাবা বিচার বিভাগে সরকারী চাকুরী করতেন। সেই সুবাদে  কৈশোর কেটেছে বগুড়া, ভোলা , বরিশাল,  চট্টগ্রাম , সিলেট এবং ঢাকায় ।

১৯৭৯ সনে ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে  এসএসসি, ১৯৮১ সনে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং  ১৯৮৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর  রি।

১৯৮৮ সনে ডেভেলপমেন্ট সেক্টরে ভিএইচ এস এস-এ   পেশাগত জীবন শুরু করি প্রকাশনা কর্মকর্তা হিসাবে। পরবর্তীতে ১৯৯৩ সনে  জনসংযোগ কর্মকর্তা হিসাবে কাজ শুরু করি কারিতাস বাংলাদেশে। ১৯৯৯ সনে যোগ দেই স্ট্যান্ডার্ড ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসাবে। ২০০১ সনে চলে আসি ডাচ বাংলা ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসাবে। ২০০৪ সনে ঢাকা ব্যাংকে কাজ শুরু করি জনসংযোগ বিভাগের প্রধান হিসাবে। ২০০৯ সনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিপণন, এবং উন্নয়ন বিভাগের প্রধান হিসাবে যোগদান করি২০১৬ সন থেকে বর্তমানে  মিউচুয়াল ট্রাস্ট  ব্যাংকে কমিউনিকেশন বিভাগের প্রধান হিসাবে কাজ করছি

শখ থেকে অভিনয় শুরুরেছি ২০১৫ সালেরজুলাইসেই থেকে কাজ করছি। আর এখন অভিনয় আমার দ্বিতীয় একটা  কাজে পরিনত হয়েছে    

বর্তমানে নিয়মিত কাজ করছি নাটক,  টেলিফিল্ম,  ধারাবাহিক, চলচ্চিত্র, মিউজিক ভিডিও  এবং বিজ্ঞাপনে




Published on: Tuesday, 17 July 2018, 04:27 am   ▪   Last update: Tuesday, 27 April 2021, 03:54 pm   ▪   Total View of this Page: 1386


Leave A Comment

What are you looking for?

Can not find the right information? Enter your text below and search on this website