দৈনিক কালের কণ্ঠ আজম খানের চার টেলিফিল্ম তিন নাটক
ঈদে চারটি টেলিফিল্ম ও তিনটি একক নাটক নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন শৌখিন অভিনেতা আজম খান। এগুলোর মধ্যে রয়েছে মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তালপাতার পাখা’, ‘সবুজ মানুষ’, ‘কখনো এমন নির্জন দুপুর আসে’, ‘এবং স্বপনের মৃত্যু’, ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ফিরে আসার গল্প’ ও ‘সে আকাশ ভালোবাসে’। এ ছাড়া পিন্টু সাহার টেলিফিল্ম ‘হৃদয়ে মম’তেও অভিনয় করেছেন। শখের এই অভিনেতা ব্যক্তিগত জীবনে একটি ব্যাংকের হেড অব মার্কেটিং কর্মকর্তা। আজম খান বলেন, ‘অভিনয়টা করি শখের বশে। চাকরির বাইরে যেটুকু সময় পাই সেটাই ব্যয় করি অভিনয়ের পেছনে। দুই বছরে ৩০টির মতো নাটকে অভিনয় করেছি।’
দৈনিক কালের কণ্ঠ, ১৭ জুন ২০১৭
Published on: Thursday, 10 January 2019, 03:24 am ▪ Last update: Sunday, 13 January 2019, 04:20 am ▪ Total View of this Page: 1080