দৈনিক সমকাল ঈদের নাটকে বিশেষ চরিত্রে আজম খান
অনলাইন ডেস্ক
করপোরেট লাইফের কর্মব্যস্ততার ফাঁকে প্রায় এক বছর পর চয়নিকা চৌধুরী নির্মিত ‘শেষের পরে’ ঈদের নাটকে আইনজীবীর বিশেষ চরিত্রে অভিনয় করলেন একটি বেসরকারি ব্যাংকের হেড অব মার্কেটিং আজম খান।
নাটকটির মূল চরিত্রে রয়েছেন শমী কায়সার ও মাহফুজ আহমেদ। আরো আছেন নাজিরা আহমেদ মৌ।
এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একটা সম্পর্কের গল্প। অন্যরকম রোমান্টিক ভালবাসার গল্প। যখন আমার গল্পে এই চরিত্রটি আসলো তখন আমার মনে হলো এই চরিত্রটির জন্য একটা করপোরেট লুক দরকার। লুকটাই একটা দৃশ্যের জন্য যথেষ্ট। তখন আমার মনে হলো আজম খানকে অনুরোধ করে দেখা যেতে পারে।’
‘শেষের পরে’ নাটকটি প্রযোজনা করেছে আলফা-আই মিডিয়া। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফীন তন্নী। প্রযোজক শাহরিয়ার শাকিল। নাটকটি গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হবে। বিজ্ঞপ্তি
দৈনিক সমকাল, ৪ জুলাই ২০১৬
Published on: Thursday, 10 January 2019, 02:54 am ▪ Last update: Sunday, 13 January 2019, 04:09 am ▪ Total View of this Page: 1055